যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। নতুন নিষেধাজ্ঞার আওতায় সিরিয়ার স্বৈরশাসক ও সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক বাশার আল আসাদ সরকারের বেশ কয়েকজন সংসদ সদস্য এবং গোয়েন্দা কর্মকর্তাকেও আনা হয়েছে।
সোমবার (৯ নভেমস্বর) মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, সিরিয়ার সামরিক কর্মকর্তা বেশ কয়েকজন সংসদ সদস্য এবং সরকারি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে সিরিয়া ও লেবাননের আরো কিছু নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন এক বিবৃতিতে বলেছেন, তার মন্ত্রণালয় আসাদ সরকার ও তাদের সমর্থকদের উপর চাপ সৃষ্টি অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।