ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) মহাসচিব ও প্রধান শান্তি আলোচক সায়েব এরাকাত ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ৬৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এমন তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপি ও আল-জাজিরার খবরে বলা হয়েছে, জেরুসালেমের হাদাসসাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ১৮ অক্টোবর তিনি সেখানে ভর্তি হয়েছিলেন। এরপর মঙ্গলবার সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।