শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

নির্বাচিত সরকারকে অবশ্যই মিয়ানমারের রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: ব্রিটেন

মিয়ানমার থেকে দেশটির সেনাবাহিনীর দমন, নিপীড়ন ও অত্যাচারে বাংলাদেশে ঠাঁই নেওয়া সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার সঙ্গে অবশ্যই ফিরিয়ে নিতে হবে বলে জানিয়েছে ব্রিটেন।

রোববার (০৮ নভেম্বর) ইউএনবির সঙ্গে আলাপকালে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, নতুন সরকারকে অবশ্যই রাখাইন অঞ্চলের মানুষের যুক্তিসংগত উদ্বেগের বিষয়ে কাজ করতে হবে। এসময় তিনি রোহিঙ্গাদের দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারেই লুকিয়ে আছে।

উল্লেখ্য, মিয়ানমারে সাধারণ নির্বাচনে আজ সোমবার (০৯ নভেম্বর) পর্যন্ত ভোট গণনা চলছে। গতকাল রবিবার সেখানে ভোট গ্রহণ করা হয়েছে। তবে মিয়ানমার তাদের সংখ্যালঘু জনগোষ্ঠী রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে স্বীকার করতে চায় না।

গত কয়েক বছরে দেশটির সেনাবাহিনীর অত্যাচারে গণহত্যার শিকার লাখ-লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঠাঁই নিয়েছে। তাই বাংলাদেশ সরকার চেষ্টা করছে বৈশ্বিক সমর্থন আদায় করে রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরত পাঠাতে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img