বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

পাকিস্তান ও রাশিয়ার সেনাদের মৈত্রী মহড়া শুরু

spot_imgspot_img

পাকিস্তান সশস্ত্র বাহিনী ও রাশিয়ার বিশেষ বাহিনী রোববার থেকে তারবেলায় দ্রুজবা-৫ নামের যৌথ প্রশিক্ষণ মহড়া শুরু করেছে। দুই দেশের বিশেষ বাহিনী দুই সপ্তাহের মহড়ায় অংশ নেবে বলে পাকিস্তান আইএসপিআর এক টুইটে জানিয়েছে।

এতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এই যৌথ মহড়া দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার আরেকটি ধাপ। উল্লেখ্য, স্নায়ুযুদ্ধের সময়কার দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এখন বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে।

২০১৬ সাল থেকে প্রতি বছর পাকিস্তান-রাশিয়া যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

রাশিয়ার সৈন্যরা ৫ নভেম্বর পাকিস্তানে আসে। তারা সন্ত্রাস প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় করবে।

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তান সশস্ত্র বাহিনীর একটি দল রাশিয়ার আস্ত্রখানে কাবকাজ-২০২০ নামের বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেয়।

পাকিস্তান গত বছর রাশিয়ার সেন্ত্রর ২০১৯ নামের একটি মহড়াতেও অংশ নিয়েছিল। এতে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তানসহ কয়েকটি দেশের সৈন্যরা অংশ নেয়।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

সর্বশেষ

spot_img
spot_img
spot_img