মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৯৪ জন

চট্টগ্রামে নতুন করে ৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ১০ দশমিক ৮৩ শতাংশ।

রোববার (০৮ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, নগরীর ৬টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত শুক্রবার চট্টগ্রামের ৮৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত ৯৪ জনের মধ্যে শহরের বাসিন্দা ৭৬ এবং ৯ উপজেলার ১৮ জন। খবর বাসসের।

উপজেলা পর্যায়ে ফটিকছড়িতে সর্বোচ্চ ৫ জনের শরীরে ভাইরাস পাওয়া যায়। এ ছাড়া আনোয়ারার তিন, রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারীতে দুজন করে এবং মিরসরাই, সীতাকুণ্ড লোহাগাড়া ও চন্দনাইশের একজন করে রয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২১ হাজার ৭৩৪ জন। এর মধ্যে শহরের ১৫ হাজার ৯৯২ জন ও গ্রামের ৫ হাজার ৭৪২ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img