জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ লেবার পার্টির ফাতেহা পাঠ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর ) দুপুরে শেরেবাংলা নগরস্থ শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে এই ফাতেহা পাঠ ও দুআ মাহফিল সম্পন্ন হয়।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দুআ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ঢাকা দক্ষিন সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী,
মাওলানা জাকির হোসেন, ছাত্রমিশন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, যুবমিশনের শাহ পরান, মহানগর মহিলা সম্পাদক এডভোকেট নারগিস খানম, ছাত্রনেতা কামরুজ্জামান, হোমায়েত উদ্দিন ও নাসিমা আক্তার প্রমুখ।