প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, করোনা মহামারিতে গণভবনে বন্দিজীবন কাটাচ্ছেন।
তিনি জানান, মহামারির শঙ্কায় পুরো সময়েই তিনি গণভবনেই অবস্থান করছেন।
শনিবার (৭ নভেম্বর) সকালে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
করোনার প্রেক্ষাপটে এ বছর ভার্চুয়াল অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদযাপনের আয়োজন করা হয়েছে জাতীয় সমবায় দিবসের। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, পুরো বিশ্বই আজ করোনা মহামারিতে আক্রান্ত। তাই সবার উচিত স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা।
এ সময় নিজে সুরক্ষিত থেকে অন্যকে সুরক্ষিত রাখার আহ্বান জানান তিনি।
সেইসঙ্গে স্বাস্থ্য সচেতনতাটুকু সবাইকেই মেনে চলার তাগিদ দিয়েছেন সরকার প্রধান।
শেখ হাসিনা জানান, করোনা মহামারির দ্বিতীয় একটা ঢেউ শুরু হয়েছে বিশ্বের অনেক জায়গায়। ইউরোপের অনেক দেশেই তো আবারো সবকিছু বন্ধ করে দিয়ে লকডাউন শুরু হয়েছে! আমরা বিষয়টাকে এখনো নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। সামনে শীত বাড়বে। আর শীতেই কিন্তু এর প্রাদুর্ভাবটা বেড়ে যেতে পারে। কাজেই আপনাদের সবাইকে এই ব্যাপারে সুরক্ষিত থাকতেই হবে।