শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আওয়ামী লীগ নেতা আমুকে নিয়ে কটূক্তির অভিযোগে নিজ দলের নেতা গ্রেফতার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি এবং তার মেয়েকে নিয়ে ফেসবুক-ম্যাসেঞ্জারে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন রিজভীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে তাকে থানায় ডেকে এনে দুপুরে গ্রেফতার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ওসি (অপারেশন) সাইফুল ইসলাম বলেন, আইসিটি আইনে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ মামলায় গত ৬ ডিসেম্বর রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাব্বীকে গ্রেফতার করা হয়। তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাব্বী তার ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জারে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ও তার মেয়ে সম্পর্কে গত ৫ ডিসেম্বর আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে।

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ. স. ম মোস্তাফিজুর রহমান মনু ৬ ডিসেম্বর রাতে ঝালকাঠি থানায় রাব্বীকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা রেকর্ডের পর রাব্বীকে গ্রেফতার করে পুলিশ।

ম্যাসেঞ্জারের সেই স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতা রুহুল আমীন রিজভীর বিরুদ্ধে।

পুলিশ বুধবার সকালে তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়ে মামলায় আসামি করে। বিকেল ৩টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img