বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ইসরাইলের অবরোধে ইতিহাসের ভয়াবহতম স্বাস্থ্য সংকটে ফিলিস্তিন

ফিলিস্তিনের গাজায় করোনাভাইরাস পরীক্ষা আর হচ্ছে না, নতুন রোগীদের নিবিড় পরিচর্যা ও অক্সিজেন প্রদানও বন্ধ হওয়ার পথে।

ইহুদিদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবরোধের কারণে ফিলিস্তিনের এই উপত্যকায় স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানের চরম সংকটের মুখে।

সোমবার গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, করোনাভাইরাস শনাক্তের জন্য পিসিআর পরীক্ষার উপকরণ শেষ হয়ে গেছে। ফলে সেখানে ইতোমধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া করোনা পরিস্থিতি নির্ধারণ করা আর সম্ভব হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় ২০০ টেস্টিং কিট পাঠানোর ব্যবস্থা করছে।

তবে কর্তৃপক্ষ বলছে, এগুলো দিয়ে মাত্র এক সপ্তাহ পরীক্ষা চালানো সম্ভব হবে।

এদিকে, গাজার ৮০ শতাংশ আইসিইউতে ইতোমধ্যেই রোগী ভর্তি রয়েছে। ফলে নতুন রোগী ভর্তি হলে তাদের আর অক্সিজেন প্রদান সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

১৩ বছর ধরে চলা ইসরাইলি অবরোধের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা সবসময়ই সংকটে ছিল। তবে অবরোধের পাশাপাশি মহামারির কারণে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে।

উৎস, দ্য ইন্ডিপেনডেন্ট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img