শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

করোনা সংক্রমণের ভয়াবহতায় জার্মানিতে আবারও লকডাউনের সিদ্ধান্ত

মহামারি করোনাভাইরাসে নাজেহাল জার্মানীতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওযায় আগামী ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবারও লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রতিদিনই গড়ে প্রায় ২৫ হাজার মানুষ সংক্রমিত, সাড়ে চারশ’র বেশি মানুষের মৃত্যুতে শঙ্কিত দেশটি।

রোববার (১৩ ডিসেম্বর) দেশটির ১৬টি অঙ্গরাজ্যের মিনিস্টার প্রেসিডেন্টদের সঙ্গে টেলিকনফারেন্সের পরপরই এ সিদ্ধান্ত নেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

নতুন এ বিধিনিষেধ অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, হাসপাতাল, সেবামূলক প্রতিষ্ঠান খোলা থাকলেও বন্ধ থাকবে কিন্ডারগার্টেনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান, পানশালা, রেস্তোরাঁসহ বিভিন্ন বিপণিবিতান।

এদিকে জার্মানিজুড়ে আবারও লকডাউন জারির ঘোষণায় শঙ্কিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। কর্মহীনতার পাশাপাশি অর্থনৈতিক সংকট ও পারিবারিক চাপে পড়ার ভয় বাসা বেঁধেছে অনেকের মনে। এ অবস্থায় অচিরেই গণহারে টিকা কার্যক্রম শুরু করা না গেলে, বিপর্যয় ঠেকানো মুশকিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img