বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের এলওসি সীমান্তে ভারতের হামলায় জখমী ১

ইনসাফ | নাহিয়ান হাসান


আবার বিশ্বের সবচেয়ে ভয়ংকর সীমান্তগুলোর অন্যতম লাইন অফ কন্ট্রোলের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত।

সোমবার (১৪ ডিসেম্বর) পাকিস্তান সেনাবাহিনীর গণযোগাযোগ বিষয়ক শাখা আইএসপিআরের বিবৃতিতে এই তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, হিন্দুত্ববাদী ভারত আজ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের এলওসির সীমান্তবর্তী বেসামরিক জনগণের উপর হামলা চালিয়েছে। তারা ইচ্ছাকৃতভাবেই লাইন অফ কন্ট্রোল এলওসির চাদীকোট সেক্টরের বেসামরিক লোকজনের উপর মর্টারশেলের মতো ভারী অস্ত্র দিয়ে অনবরত গুলি চালিয়ে গেছে।

আইএসপিআরের তথ্যমতে, ভারতীয় অনবরত গুলির জবাবে তারাও উচিত জবাব দিয়ে বিশ্বের ভয়ংকর ও সংঘাতময় এলওসি সীমান্তে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। তবে দুঃখের বিষয় হল, ভারতীয়দের গুলিতে ৪৫ বছর বয়সী একজন সীমান্তবর্তী নাগরিক গুরুতর জখমী হয়ে পরেছেন।

উল্লেখ্য, হিন্দুত্ববাদী ভারত যে আঞ্চলিক সন্ত্রাসবাদ পরিচালনা করছে, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাকিস্তান তার শক্তপোক্ত প্রমাণ উপস্থাপন করলে বেকায়দায় পরে যায় ভারত। এছাড়াও বিতর্কিত কৃষি আইন প্রণয়ন করায় ভারতীয় কৃষকদের দিল্লি অবরোধের ফলে উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের অবস্থা হয়ে যায় একেবারেই নাজেহাল। তাই সবার মনোযোগ অন্যদিকে হটাতে উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের নেতৃত্বাধীন সেনারা পাকিস্তানে হামলা চালাতে পারে বলে কয়েকদিন যাবত আশঙ্কা প্রকাশ করে আসছিল ইসলামাবাদ।

সূত্র: জিও নিউজ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img