শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

করোনার দ্বিতীয় দুর্যোগে ফিলিস্তিনের অলিভ বাগানে ইহুদিবাদী ইসরাইলের আগুন

ইনসাফ | নাহিয়ান হাসান


শতশত পরিপক্ব অলিভ গাছ সম্বলিত বাগানের বিশাল অংশ জ্বালিয়ে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রবিবার (১৩ ডিসেম্বর) দখলকৃত পশ্চিম তীরের ইয়াত্তা শহরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগানটির মালিক হল, ইয়াত্তা শহরের খাল্লাতুদ দাবিয়্যি নামক স্থানে বসবাসকারী ফিলিস্তিনি আল দাবাবিসাহ পরিবার।

ফিলিস্তিন এন্টি সেটেলমেন্ট কমিটির সমন্বয়ক রাতিব জাবুর এই বিষয়ে ডাব্লিউএএফএর প্রতিনিধিকে জানান, ইহুদিবাদী ইসরাইলের মিতঝপে ইয়াইর নামক অবৈধ বসতি থেকে আসা একদল উগ্র ইহুদিবাদী সন্ত্রাসী আল দাবাবিসাহ পরিবারের বিশাল অলিভ বাগানে সন্দেহজনক কিছু বস্তু ফেলে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে আগুনের সূত্রপাত ঘটে।

রাতিব জাবুরের তথ্যানুযায়ী, উগ্র ইহুদিবাদী সন্ত্রাসীদের লাগানো আগুনে বাগানের প্রায় ৪০০টি পরিপক্ব অলিভ গাছ জ্বলে গিয়েছে।

সর্বশেষ তিনি বলেন, জনবসতিতে আগুন ছড়িয়ে গিয়ে আরো বড় কোনো ক্ষতি হওয়ার আগেই ফিলিস্তিন সিভিল ডিফেন্সের দমকলকর্মীরা তা নিভিয়ে দিতে সক্ষম হয়।

সূত্র: ডাব্লিউএএফএ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img