শনিবার, এপ্রিল ২০, ২০২৪

রংপুরে বিআরটিএ কার্যালয়ে ৬ দালাল আটক

রংপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয় থেকে সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার দায়ে ৬ দালালকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরের দিকে কাচারি বাজার সংলগ্ন বিআরটিএ কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটক দালালরা হলেন- কাছনা এলাকার দেলোয়ার হোসেন (৫০), বাহারকাছনা এলাকার আব্দুর রশিদ (৩১), কেরানীপাড়া এলাকার লিটন সরকার (৪০) ও রেজাউল করিম রাজু (৫০), কামারপাড়া এলাকার হুমায়ূন কবির (৩৮), ও মেডিক্যাল পূর্বগেট এলাকার আল-আমিন হোসেন (৩১)।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, দালাল চক্রের সদস্যরা বিআরটিএ কার্যালয়ে মোটর ও ড্রাইভিং রেজিস্ট্রেশন করতে আসা সেবাগ্রহীতাদের কাছে অবৈধভাবে টাকা দাবি করতেন। পরে অভিযান চালিয়ে ওই ৬ দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img