বৃহস্পতিবার, মে ২, ২০২৪

আইসিইউতে করোনা রোগীপ্রতি ব্যয় চার লাখ টাকা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালে প্রতিটি আইসিইউ শয্যায় করোনা রোগীর পেছনে সরকার গড়ে চার লাখ টাকা ব্যয় করেছে। আর সাধারণ শয্যার রোগীর জন্য সরকারের খরচ হয়েছে গড়ে ১ লাখ ৩০ হাজার টাকা।

শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী করোনা চিকিৎসার ব্যয় নিয়ে এ কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিট ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবস-২০২০’ উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক বলেন, কোভিড মোকাবিলায় শুরু থেকেই চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছে। জরুরি ও প্রয়োজনীয় ওষুধের মজুত রাখা হয়েছে। সঠিক সময়ে হাসপাতাল ও শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। দ্রুততার সঙ্গে কোভিড–১৯ পরীক্ষার কেন্দ্র ১টি থেকে ১২০টি করা হয়েছে। অল্প দিনের মধ্যে দেশের ৫৯টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা চালু করা হয়েছে।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img