বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

চার মাসে ‘অবশ্যই’ ৪৪২ প্রকল্প সমাপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ৪৪২টি প্রকল্প সমাপ্তির অনুমোদন দেয়া হয়েছে।

প্রকল্পগুলো সমাপ্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা অনুযায়ী বরাদ্দও দেয়া হয়েছে আরএডিপিতে।

এজন্য অর্থবছরের বাকি চার মাসের মধ্যে এই প্রকল্পগুলো অবশ্যই বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অর্থবছরের আরএডিপির চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

আরএডিপি অনুমোদনের সময় ৪৪২টি প্রকল্প বাকি চার মাসে শেষ করার নির্দেশনা দেন বলে সভা শেষ জানান পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী।

বর্তমান অর্থবছরের মূল এডিপিতে ৩৮১টি প্রকল্প সমাপ্তির জন্য নির্ধারণ করা হয়েছিল। তার মধ্যে বিনিয়োগ প্রকল্প ছিল ৩৭৯টি এবং কারিগরি সহায়তা প্রকল্পটি ছিল দু’টি। আজ অনুমোদিত আরএডিপিতে এই অর্থবছরে ৪৪২টি প্রকল্পটি সমাপ্তির জন্য চূড়ান্ত করা হলো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img