শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভারত মহাসাগরে মোতায়েন ১২০ যুদ্ধজাহাজ, দাবি ভারতীয় সেনাপ্রধানের

ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের ১২০-টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

শুক্রবার এমনই দাবি করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ত। খবর আনন্দবাজার পত্রিকা’র।

‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আধিপত্যের প্রতিযোগীতা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি জানান, বিভিন্ন উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ এই আন্তজার্তিক জলপথে এতগুলি রণতরী অবস্থান নিয়েছে। এর অন্যতম কারণ নৌবাণিজ্যের সুরক্ষা।

জেনারেল রাওয়ত বলেন, ‘‘এই অঞ্চলের অধিকাংশ দেশই আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য উন্নত নৌ যোগাযোগ পরিকাঠামো গড়ে তুলতে সক্রিয়। সেই উদ্দেশ্য এই অঞ্চলে ভূ-রাজনৈতিক প্রভাব বাড়াতে ওই বাড়তি শক্তি সন্নিবেশ করেছে আঞ্চলিক শক্তিগুলি।’’

জেনারেল রাওয়তের বক্তৃতায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিককালে চিনের প্রভাব বৃদ্ধির প্রসঙ্গও এসেছে। সেই সঙ্গে জানিয়েছেন, সামরিক শক্তিপ্রদর্শনের প্রতিযোগিতার জেরে ওই অঞ্চলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। চিনের নাম না করে তাঁর মন্তব্য, ‘‘এই আবহে আঞ্চলিক শক্তিগুলির সামরিক সমন্বয় বাড়ানো প্রয়োজন।’’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img