বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সুনামগঞ্জ কারাগারে আসামির আকস্মিক মৃত্যু

সুনামগঞ্জে জেলা কারাগারে মুহাম্মাদ খলিল মিয়া নামে একজন আসামি মারা গেছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে কারাগারের ভেতরে হঠাৎ বুকে ব্যথা দেখা দিলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান জেল পুলিশের সদস্যরা। পরে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগার সূত্রে জানা যায়, মৃত খলিল মিয়া একটি ডাকাতি মামলার বিচারাধীন মামলার আসামি ছিল। সে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাসিন্দা।

সুনামগঞ্জ সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, জেলে থেকে নিয়ে আসা এক আসামির মৃত্যু হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট না পেলে বলা যাবে না। সিভিয়ার শ্বাসকষ্টের রোগী ছিল। তার শরীরের আঘাতের কোনও চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আগামীকাল মরদেহের ময়না তদন্ত করা হবে।

সুনামগঞ্জ জেল সুপার নূরশেদ আহমদ ভূইয়া জানান, খলিল নেত্রকোনা জেলার খালিয়াজুরি থানার ডাকাতি মামলার আসামি ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে। তার বাবার নাম মৃত শহিদ মিয়া। এক সন্তানের পিতা। সিভিল সার্জনকে নিহতের ময়নাতদন্ত এর জন্য চিঠি দেওয়া হয়েছে। মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img