বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

আর্মেনিয়ার ব্যর্থ সরকারের পরিবর্তন চান এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান বলেছেন, তিনি আর্মেনিয়ায় সরকার পরিবর্তন চান। তিনি তুরস্কের সঙ্গে আর্মেনিয়ার সীমান্ত খুলে দেয়ার কথাও বলেছেন।

আজারবাইজানের বিজয় উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেন খবর ডয়েচে ভেলের।

এরদোগান বলেন, আর্মেনিয়ার জনগণ ব্যর্থ নেতৃত্বের বোঝা থেকে মুক্তি পাবে, যারা অতীতে তাদের মিথ্যা বলে বুঝিয়েছে এবং দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট জানান, আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার জন্য তিনি রাশিয়া, আজারবাইজান, ইরান, জর্জিয়ার সঙ্গে কথা বলেছেন। সেখানে সম্ভব হলে আর্মেনিয়াও থাকবে।

তিনি আরও বলেন, আজারবাইজান নিজের জমি ফিরে পেয়েছে। তবে তার মানে এই নয়, সংঘাত শেষ। যে সংঘাত রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে ছিল, সেটি এবার অন্য ফ্রন্টে হবে।

এরদোগানের বলেন, আর্মেনিয়ার সেনারা যুদ্ধাপরাধ করেছেন। তারা শহর, গ্রাম ও মসজিদ ধ্বংস করেছে। তাই তাদের বিচার হওয়া উচিত। আর্মেনিয়ার সেনা অবশ্য দাবি করে, এসব ধ্বংস হয়েছে আজারবাইজানের সেনার আক্রমণে।

উল্লেখ্য, আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে সরাসরি আজারবাইজানের পক্ষ নিয়েছিল তুরস্ক। দেশটি আজারবাইজানের সামরিক ও কূটনৈতিক সাহায্য ও সমর্থন দিয়েছে। ফলে আজারবাইজানের জয় সহজ হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img