শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

আইসিইউতে আল্লামা কাসেমী

রাজধানী ঢাকার বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী’র শারীরিক অবস্থার অবনতি হওয়ায়  গত রাতে তাঁকে আইসিইউতে  নেওয়া হয়েছে।

বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন হেফাজতের সহকারি মহাসচিব ও জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

তিনি জানান,  গত মঙ্গলবার (১ ডিসেম্বর) ফুসফুসে সংক্রমণ ও ঠাণ্ডাজণিত অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম আল্লামা কাসেমীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তত্ত্বাবধান করছেন।

মাওলানা ফজলুল করীম কাসেমী বলেন, আল্লামা কাসেমীর ফুসফুসের সংক্রমণজণিত রোগ বেড়ে গেছে। আগের তুলনায় কাশি ও শ্বাস-প্রশ্বাসে কষ্ট বেড়ে গেছে। তবে কয়েক দফা করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img