শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকে থাকছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়

বাংলাদেশের বিজয় দিবসের পরদিন চিলাহাটি- নিউ জলপাইগুড়ি রেল যোগাযোগ ব্যবস্থা চালু উপলক্ষে ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৭ই ডিসেম্বর সকাল ১১ টায় এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্যে উঠবে বলে জানা গেছে।

দু দেশের পারস্পরিক সম্পর্ক ছাড়াও সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হবে। সীমান্তে বহিঃশত্রুর উন্মেষ সম্পর্কেও কথা হবে। তিস্তার জলবণ্টন নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সমস্যা আছে। সেই বিষয়টিও আসতে পারে আলোচনায়।

এছাড়া দু দেশের মধ্যে বাণিজ্যের প্রসার নিয়েও কথা হবে। সড়ক, রেল ও বিমান যোগাযোগ আরও নিবিড় করার ব্যাপারে দুই রাষ্ট্রনায়ক কথা বলবেন।

সম্প্রতি চীন বাংলাদেশকে স্ট্র্যাটেজিক কারণে কাছে আনার চেষ্টা করছে। সেই প্রেক্ষিতে মোদি-হাসিনার এই বৈঠককে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

চলতি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দিল্লি আসার কথা ছিল। কিন্তু, তিনি করোনায় আক্রান্ত হওয়ায় আসতে পারেননি। এই অবস্থায় মোদি-হাসিনার বৈঠকের দিকে সবার নজর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img