বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৮৬১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯৬৭ জনে।

নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮৬১ জন। মোট শনাক্ত ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৮৬ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ১৪০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬০০ টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৯ লাখ ২৭ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img