বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

রাতারাতি কোনো সমস্যার সমাধান হবে না: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, নাগরিকের সমস্যা বা দুর্ভোগের বিষয়ে আমাকে জানানো হলে তা নিরসন ও লাঘবে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কোনো সমস্যার সমাধান রাতারাতি হবে না।

আজ শনিবার (১৯ ফ্রেব্রুয়ারি) নগরের চান্দগাঁও এলাকায় সিটি কর্পোরেশনের মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব

কথা বলেন। মেয়রের দায়িত্ব পালনের ১০০ দিনের অগ্রাধিকারভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি শুরু গ্রহণ করা হয়েছে। নগরের ৪১টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি চলবে বলে জানা যায়।

মেয়র বলেছেন, জনদুর্ভোগ লাঘব ও নাগরিক স্বস্তি ফেরাতে জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে ১০০ দিনের মধ্যে সেগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর এসারারুর হক, মুহাম্মদ শহিদুল আলম, এম আশরাফুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, চট্টগ্রাম সিটি কর্পেোরেশন আঞ্চলিক অফিস জোন-৬-এর নির্বাহী কর্মকর্তা আফিয়া আকতার, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা শাহেদা ফাতেমা প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img