শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩০

সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে।

শুক্রবার (০১ মে) রাতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ও ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে ১১৫ জনের পজিটিভ আসে।

এরমধ্যে ঢাকায় ৯৯ জনের এবং ওসমানী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে আরো ১৬ জনের করোনা পজিটিভ আসে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, এদিন পিসিআর ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে সিলেটে ৮ জন, হবিগঞ্জে ৭ জন এবং সুনামগঞ্জে ১ জন।

এর আগে একই দিনে ঢাকায় আগারগাঁওস্থ ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠানো নমুনায় বিভাগের আরো ৬৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে রাতে আরো ৩৩ জনের মিলিয়ে ঢাকা থেকে ৯৯ জনের করোনা পজিটিভ আসে।

আক্রান্ত ৯৯ জনের মধ্যে ২১ জনের মধ্যে হবিগঞ্জের ১২ জন, মৌলভীবাজারের ৫ জন ও সুনামগঞ্জের ৪ জন রয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img