শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মাদরাসাগুলোতে ভর্তি পরিক্ষা চালাতে কোনও বাধা নেই : বেফাক

কওমী মাদরাসাগুলোতে ভর্তি পরিক্ষা চালাতে কোনও বাধা নেই বলে জানিয়েছে দেশের সর্ববৃহৎ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া। সরকারের সাথে আলাপের পর বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে ভর্তির পর শিক্ষার্থীদের মাদরাসায় অবস্থান না করার পরামর্শ দেয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে।

এদিকে গতকাল রোববার সরকারের সঙ্গে কয়েক দফা আলাপ আলোচনার পর সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এ সিদ্ধান্তে পৌঁছেছে, স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের কওমি মাদরাসায় ভর্তি শুরু করতে কোনো বাঁধা নেই।

গতকাল রোববার ঢাকার পীরজঙ্গী মাদরাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন হাইয়াতুল উলইয়ার শীর্ষ নেতৃবৃন্দ।

বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি ছফিউল্লাহ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মাহফুজুল হক, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা নুরুল আমিন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img