শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শহীদ আবরার হত্যা মামলা: আদালতে আসামিদের হাতকড়া খুলে রাখার নির্দেশ

বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে আজ থেকে প্রতি কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

১৫ই সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার কাজ শুরু করেছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত অভিযোগ গঠন করেন।

এসময় এজলাসে উপস্থিত ছিলেন মামলার ২২ আসামি। এখনও তিন আসামি পলাতক।

অভিযোগ গঠনের আদেশে বিচারক বলেন, আবরারকে পিটিয়ে হত্যা করতে দফায় দফায় বৈঠক করে আসামিরা। পরে ঘটনার দিন চড়-থাপ্পড় ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে আসামিরা।

আদালতে বিচার চলাকালে আসামিদের হাতকড়া খুলে রাখার নির্দেশ দেয়া হয়। অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে গত বছরের ৬ই অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে শহীদ আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img