শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

মাওলানা আবু তাহের রহ. এর স্মরণসভা আজ

জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের দীর্ঘদিনের শিক্ষক, আরবী ভাষা ও সাহিত্যের নীরব সাধক মাওলানা আবু তাহের (রা) এর (অনলাইন) স্মরণসভার আয়োজন করেছে জামেয়া দারুল মা’আরিফ প্রাক্তন ছাত্রপরিষদ।

আজ (৩ জুন) রাত ৯ থেকে স্মরণসভা শুরু হবে। স্মরণসভাটি সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম ইসলামী ঘরানার অনলাইন পত্রিকা ইনসাফ।

জামেয়া দারুল মা’আরিফ প্রাক্তন ছাত্র পরিষদের প্রচার-প্রকাশনা সম্পাদক মাওলানা মাহমুদ মুজিব জানান, বিশ্বজুড়ে চলছে বৈশ্বিক মহামারী। করোনাসৃষ্ট পরিস্থিতিতে সামাজিক দুরত্বের মাঝেও আধুনিক তথ্য-প্রযুক্তির সদব্যবহার করে সম্পুর্ণ অনলাইনভিত্তিক এ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে সবধরণের প্রস্ততি সম্পন্ন।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে থাকছেন জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী।

বিশেষ অতিথি হিসেবে থাকছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।

প্রধান আলোচক, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার উপ-পরিচালক মাওলানা ফুরকানুল্লাহ খলীল। বিশেষ আলোচক, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা ওবাইদুর রহমান খান নদভী ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতীব মাওলানা মুহিব্বুল্লাহ বাকী নদভী।

সভাপতিত্ব করবেন প্রাক্তন ছাত্রপরিষদের সভাপতি অধ্যাপক ড. মুস্তাফা কামিল মাদানী।

এ ছাড়া দেশ বিদেশে গুরুত্বপুর্ণ পদে কর্মরত শিক্ষাবিদ, পেশাজীবী, গবেষক ও হুজুরের ছাত্ররা আলোচনায় অংশ নিবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img