বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত প্রায় ১৭ হাজার, মোট মৃত ১৫ হাজার ছুঁইছুঁই

ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৯২২ জন। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ১০৫ জন। একইসময়ে ৪১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৯৪ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে। সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৬৯৭ জন করোনা রোগী সুস্থ হয়েছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যে করোনায় সবচেয়ে বেশি ১ লাখ ৪২ হাজার ৯০০ জন আক্রান্ত ও ৬ হাজার ৭৩৯ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৩ হাজার ৮৯০ জন আক্রান্ত ও ২০৮ জনের মৃত্যু হয়েছে।

রাজধানী দিল্লিতে এ পর্যন্ত ৭০ হাজার ৩৯০ জন আক্রান্ত এবং ২ হাজার ৩৬৫ জন মারা গেছে। রাজ্যটিতে ধারাবাহিকভাবে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। করোনার প্রভাবে সেখানে গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু হয়েছে।

তৃতীয়স্থানে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৭৩৫ জন মারা গেছে।

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৫৯১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১১ জন মারা গেছে। একইসময়ে ৪৪৫ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৭৩। এরমধ্যে অবশ্য ৯ হাজার ৭০২ জন সুস্থ হয়েছে।

এছাড়া তামিলনাড়ুতে ৮৬৬, উত্তরপ্রদেশ ৫৯৬, মধ্যপ্রদেশ ৫৩৪, রাজস্থান ৩৭৫, তেলেঙ্গানা ২২৫, হরিয়ানা ১৮৮, কর্নাটক ১৬৪, অন্ধ্রপ্রদেশ ১২৪ এবং পঞ্জাবে ১১৩ জনের মৃত্যু হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img