শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভারতে একদিনে রেকর্ড ৮৩৮০ জনের করোনা শনাক্ত

ভারতে করোনা ভাইরাসে একদিনে দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও আক্রান্ত বেড়ে ৮ হাজার ছাড়িয়েছে।

এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮ হাজার ৩৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক বুলেটিনে জানায়, এই সময়ে মারা গেছে ১৯৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল আড়াইশ’র বেশি।

গত এক সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। দুদিন ধরে দৈনিক আক্রান্ত ৭ হাজারের ঘরে থাকার পর প্রথমবার ৮ হাজার ছাড়াল। আক্রান্তের সংখ্যায় নবম স্থানে থাকা ভারতে মোট কোভিড-১৯ রোগী ১ লাখ ৮২ হাজার ১৪৩ জন। মৃত্যু ছাড়িয়েছে ৫ হাজার। দেশটিতে করোনায় মোট ৫ হাজার ১৮৫ জন মারা গেছেন।

এ পর্যন্ত ৮৬ হাজার ৯৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসা নিচ্ছেন ৮৯ হাজার ৯৭৪ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৪৭.৭৫ শতাংশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img