শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদারিত্ব না বাড়াতে ইসরাইলকে জাতিসংঘের হুঁশিয়ারি

গোটা বিশ্ব এখন করোনা ভাইরাস নিয়ে ব্যস্ত। অন্যদিকে মনোযোগ দেওয়ার সময় নেই বিশ্ববাসীর। সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরাইল। দখলকরে অবরুদ্ধ করে রাখা ফিলিস্তিনের পশ্চিম তীর ও জর্ডান উপত্যাকায় ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ এই রাষ্ট্রটি দখলদারিত্ব বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে আগামী সপ্তাহে।

তবে গতকাল বুধবার (২৪ জুন) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল সভায় ইসরাইলকে এই পরিকল্পনা বাস্তবায়ন না করার আহব্বান জানান। আর তারা যদি সেটা করে তাহলে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হবে। পরিস্থিতি আরও খারাপ হবে। ফিলিস্তিনসহ আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে সমঝোতার বিষয়ে এগিয়ে যাচ্ছিল সেটিও হুমকির মুখে পড়বে।

গুতেরেসের এমন প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বিশ্বনেতা ও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। গুতেরেস বলেছেন, ‘আমরা একটি চরমমুহূর্ত পার করছি। এমন সময়ে ইসরাইল যদি পশ্চিম তীরে তাদের দখলদারিত্ব বৃদ্ধি করে, বসতি স্থাপন করে তাহলে সেটা হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তাই আমি ইসরায়েলের সরকারকে বলব তাদের দখলদারিত্ব পরিকল্পনা বাদ দিতে।’

গেল মাসে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দলকখৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়াতে বেশ কিছু অবৈধ ও আন্তর্জাতিক আইনবিরোধী পরিকল্পনা করেছে৷ আগামী কয়েক মাসে ওই অবৈধ পরিকল্পনার দ্রুত বাস্তবায়নে নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিপক্ষ বেনি গান্তাজের সঙ্গে যৌথ সরকার গঠনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরও করেছে৷

সূত্র: আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img