শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

তালেবানের হামলায় আফগান সরকারের ২৫ সেনা নিহত

তালেবানের হামলায় আফগান সরকারের অন্তত ২৫ সেনা সদস্য নিহত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাখার প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।

মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের এখনো সংঘর্ষ চলছে। সংঘর্ষে তালেবান গেরিলারাও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

জাওয়াদ হেজরি বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি অভিযানে যাচ্ছিল, পথেই তারা তালেবানের হামলার মুখে পড়ে।

তাখার জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আব্দুল কায়ুম কানি হামলার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৪ সদস্য নিহত হয়েছেন। এরমধ্যে প্রাদেশিক পুলিশের উপপ্রধানও রয়েছেন।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img