শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ইনসাফ অবহেলিত ও মাজলুমের কথা বলবে

মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া | মুহতামিম : জামিয়া হুসাইনিয়া আরজাবাদ ও সহসভাপতি : বেফাক


দেখতে দেখতে ইনসাফ ৭ম বর্ষে পদার্পণ করল। যাত্রার সূচনা যদিও সীমিত পরিসরে ছিল, হালে তা মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে বলে আমি মনে করি। এ অবস্থান দৃঢ়তার সাথে যেন ধরে রাখতে পারে এ প্রার্থনা করি।

বর্তমান সমাজের সর্বত্রই ইনসাফ (জাষ্টিস) অবহেলিত, বিতাড়িত, নির্বাসিত, তাই ইনসাফের মাধ্যমে মানুষ ইনসাফের বাণী শুনতে পারবে, জানতে পারবে এ প্রত্যাশা আমার।

ইনসাফ মাজলুমের পক্ষে কথা বলবে, ইনসাফ অবহেলিত জনতার কথা বলবে, অধিকার হারা মানুষের অধিকার ফিরে পাবার আওয়াজ তুলবে, নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে এটাই আমার কামনা বাসনা।
সোনার বাংলা, স্বনির্ভর বাংলার শঠতাপূর্ণ স্লোগানের অসারতা জাতির সম্মুখে তুলে ধরে ইনসাফ ইসলামী বাংলার দাওয়াত প্রদান করবে এ আশা আমার।

সম্পাদক ও প্রকাশক, উপদেষ্টা, সংবাদ কর্মীসহ সকলের প্রতি রইল শুভেচ্ছা। সকলের সর্বাঙ্গীন কামনা করি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img