বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

আফগান শান্তির বিরুদ্ধে চক্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: হেকমতিয়ারকে ইমরান খান

আফগানিস্তানের ভেতরে ও বাইরে শান্তি প্রক্রিয়া নস্যাতের চক্রান্তকারীদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদ সফররত সাবেক মুজাহিদ নেতা ও আফগান প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারের সঙ্গে বৈঠককালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইমরান খানের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, চক্রান্তকারীদের কারণে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি দেশটির অগ্রগতি-সমৃদ্ধিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে তিনি কোন দেশ বা গ্রুপ আন্ত:আফগান সংলাপে নাশকতা চালাতে পারে তার নাম উল্লেখ করেননি। ১৯ বছর ধরে আফগানিস্তানে চলা
আমেরিকার যুদ্ধ অবসানে কাতারের রাজধানী দোহায় কাবুল ও তালেবানের মধ্যে আলোচনা চলছে।

গত ফেব্রুয়ারিতে এ নিয়ে আমেরিকা ও তালেবানের মধ্যে শান্তিচুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী ২০২১ সালের জুলাইয়ের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিবে আমেরিকা।

সূত্র: আনুদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img