শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

রাসূল (সা.)-এর অবমাননার প্রতিবাদে ফরাসি দূতাবাস বন্ধের দাবিতে পাকিস্তানে বিক্ষোভ

ফ্রান্সের বিতর্কিত শার্লি এবদো ম্যাগাজিনে মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহুী ওয়া সাল্লাম-এর অবমাননাকর কার্টুন প্রকাশের প্রতিবাদে পাকিস্তানের নিকটবর্তী রাওয়ালপিন্ডি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন।

বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী।

বিক্ষোভকারীরা ইসলামাবাদে অবস্থিত ফরাসি দূতাবাস বন্ধ করে পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

সম্প্রতি মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহুী ওয়া সাল্লাম-কে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহুী ওয়া সাল্লাম-কে নিয়ে ২০১৫ সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করেছে তারা।

এ নিয়ে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, শার্লি এবদোতে ফের মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহুী ওয়া সাল্লাম-এর কার্টুন প্রকাশে বাধাদানের কোনো সুযোগ নেই। তাছাড়া ফ্রান্স মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img