বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

নোয়াখালীতে ওষুধের দোকানের ২ কর্মচারী করোনায় আক্রান্ত

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি ওষুধের দোকানের দুই কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় তিনটি ওষুধের দোকান ও আক্রান্ত দুই কর্মচারীর বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

সোমবার (০৪ মে) দুপুরে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মুহাম্মাদ মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে একজন বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ও অন্য জন সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ২৬ এপ্রিল চৌমুহনী পূর্ব বাজারের দুই ফার্মেসির কর্মচারীসহ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরে তাদের নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়েছিল। এদের মধ্যে (৩৫) ও (৩৮) বছর বয়সী দুই জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বাকী ৩জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া ব্যক্তিরা একই ফার্মেসিতে কাজ করতেন। তারা কিছুদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন।

তাদের সংস্পর্শে আসা ফার্মেসির অন্য কর্মচারীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে। তাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে আইসোলেশনে রাখা হবে বলেও জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img